ভ্রমণপিপাসু শহরবাসীদের জন্য দুদিনের পর্যটন মেলা দুর্গাপুরে

Burdwan Today
2 Min Read

  

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ দুর্গাপুজোকে সামনে রেখে একগুচ্ছে পরিকল্পার সাথে কি করে এই ছুটির দিন গুলি কাটাবেন তা নিয়ে নিখুত পরিকল্পানা করে  উৎসব ও ছুটির দিনগুলোতে মানুষের মন টানে শহর ছাড়িয়ে একটু দূরে অনেক দূরে বেড়িয়ে আসতে। বিগত বছরের মত এ বছরও দুর্গাপুরে শুরু হয়েছে পর্যটন মেলা জংশন মলে দু’দিনের জন্য। ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে শনিবার পর্যটন মেলা ২০২২ অনুষ্ঠিত করা হয়। দুর্গাপুরের জংশন মলে শনিবার ও রবিবার এই পর্যটন মেলা  অনুষ্ঠিত হবে।

ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড পর্যটন প্রচার এবং ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে একটি প্রতিষ্ঠিত নাম ভারতের। ২০০০  সাল থেকে বিভিন্ন ভ্রমণ ও পর্যটন  প্রদর্শনী ও ইভেন্ট আয়োজনে সক্রিয়ভাবে জড়িত। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা ও পর্যটন বিভাগ এবং ভ্রমণ সংস্থাগুলিও উপস্থিত ছিলেন। এ রাজ্যের বিভিন্ন মনোরম প্রাকৃতিক পরিবেশে বেড়ানোর জায়গা সহ রাজ্যের বাইরে বিভিন্ন জায়গার পর্যটনী সংস্থা অংশগ্রহণ করেছিলেন এই মেলাতে। এই প্রদর্শনীটি বিভিন্ন রাজ্যের পর্যটন বিভাগ এবং ভ্রমণ বাণিজ্য সদস্যদের দ্বারা সমর্থিত।

 অবিশ্বাস্য ভারত অভিযানের বহুমাত্রিক দিকগুলিকে ক্রমানুসারে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে ওই সংস্থার পক্ষ থেকে। ভ্রমণ প্রেমী মানুষদের পর্যটনের তাগিদকে উৎসাহিত করা এবং উৎসাহিত করা এবং সেই সাথে পর্যটনকে উদ্বুদ্ধ করা সহ ভ্রমণ সংক্রান্ত যাবতীয় প্রয়োজনীয় তথ্য প্রদান করে মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে মেজাজ ও মনোভাব সৃষ্টি করাই মূল উদ্দেশ্য ওই সংস্থার। একটি সাধারণ প্ল্যাটফর্মের মধ্যেমে বুকিং হয়। এই দুদিনের প্রদর্শনী আরও একটি নতুন ব্যবসার দিগন্ত উন্মোচন করতে চলছে সংস্থাটি। সংস্থার বিশিষ্ট আধিকারিক সুব্রত ভৌমিক জানান দুর্গাপুর সহ এ রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে ভ্রমণ বাণিজ্য কার্যক্রমের উন্নতি এবং পর্যটনকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য এই সংস্থার।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *