টুডে নিউজ সার্ভিসঃ ১৭ অগাস্ট, অর্থাৎ বুধবার থেকে দেশজুড়ে বাড়ছে দুধের দাম। লিটার প্রতি ২ টাকা বাড়ানো হচ্ছে বলে খবর। মঙ্গলবার একথা জানাল সংশ্লিষ্ট সংস্থা।
গত এক বছরে এই নিয়ে তৃতীয়বার দুধের দাম বাড়ল। দিল্লি, কলকাতা, মুম্বই, আহমেদাবাদের মতো বড় শহরে দুধের নয়া দাম কার্যকর হবে।