দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ১৬ আগস্ট সারা রাজ্যজুড়ে খেলা হবে দিবস পালিত হবে। আর সেইমত মঙ্গলবার শুরু হয়েছে সারা রাজ্যজুড়ে খেলা হবে দিবস। এদিন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক প্রশাসন ও ইন্দাস পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল খেলা হবে দিবস। আজকের খেলা হবে দিবস উপলক্ষে এক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইন্দাস-১ অঞ্চল ও দীঘলগ্ৰাম অঞ্চল।
এদিন আগত অতিথিদের চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়া হয়। তারপর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ৪-০ গোলে দীঘলগ্ৰাম অঞ্চলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্দাস-১ অঞ্চল। বিজয়ী ও বিজিত দলকে ট্রফির পাশাপাশি আর্থিক পুরস্কার দেওয়া হয়। খেলা হবে দিবস এই ফুটবলার ম্যাচকে কেন্দ্র করে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ, ইন্দাস ব্লক প্রশাসনের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক নিমাই মহন্ত, মোল্লা নাসের আলি, ইন্দাস উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।