কার্জন গেটে বসলো রাজা রানীর মূর্তি

Burdwan Today
1 Min Read

 

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্তমানে বর্ধমান শহরকে নতুন করে সাজিয়ে তোলার কাজ চলছে। সেই মতো শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের উদ্যোগে ইতিহাস ও তার রাজার শহর বর্ধমানের প্রাণকেন্দ্র শহরের প্রতীক হিসাবে কার্জন গেটের দুপাশে মহারাজাধিরাজ বিজয়চাঁদ মহাতাব ও তাঁর সহধর্মিনী মহারানী রাধারানী মহাতাবের মূর্তি উন্মোচন করা হলো।

এদিনের এই মূর্তি উন্মোচন অনুষ্ঠানে রাজ পরিবার থেকে উপস্থিত ছিলেন মহারাজাধিরাজ বাহাদুর স্যার বিজয়চাঁদ মহাতাব-এর প্রপৌত্র শ্রী জয়চাঁদ মহাতাব। পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু, পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, সহ অন্যান্যরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *