দেবনাথ মোদক, খাতড়াঃ ‘করম পরব’ হল আদিবাসী মানুষসহ জঙ্গলমহলের কৃষিভিত্তিক উৎসব। করম পরবে রাজ্যে সরকারের ঘোষিত বিভাগীয় ছুটির প্রতিবাদে ও রাষ্ট্রীয় ছুটির দাবিতে শনিবার রাজ্যেজুড়ে ১২ ঘন্টা ধরে পথ অবরোধের ডাক দেয় আদিবাসী কুড়মি সমাজ। শনিবার খাতড়া শহরের পাম্প মোড়, রানীবাঁধ খাতড়া রাজ্য সড়কের উপর রানীবাঁধ বাজার, রাইপুর, সিমলাপাল, সারেঙ্গা সহ জঙ্গলমহলের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় সকাল থেকে পথ অবরোধ শুরু হয়। অবরোধের ফলে সকাল থেকেই পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন থমকে যায়। ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ।
এদিন তাদের সমাজের দলীয় পতাকা লাগিয়ে রাস্তায় বেরিকেড করে অবরোধ হয়। স্তব্ধ হয়ে যায় জঙ্গলমহলের যাতায়াত ব্যবস্থা। তাদের পক্ষ থেকে দাবি করা হয় অবিলম্বে সরকারকে বিভাগীয় ছুটি প্রত্যাহার করে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে পথে নামবেন বলে জানিয়েছেন সমাজের নেতৃত্বরা
Social