বিশ্বজিৎ মণ্ডল, মালদাঃ হোটেল ব্যবসায়ী এবং তাঁর ছেলেকে আটক করল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ মালদা শহরের অভিরামপুর এলাকায় হোটেল ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদে পর দুপুর দেড়টা নাগাদ আটক করা হয় হোটেল ব্যবসায়ী এবং তাঁর ছেলেকে।
জানা গিয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করতে কলকাতা নিয়ে যাওয়া হবে। আটক হোটেল ব্যবসায়ীর নাম নিরঞ্জন আগারওয়াল এবং ছেলে অশ্বিন আগারওয়াল। তবে ঠিক কী কারণে তাঁদের তুলে নিয়ে যাওয়া হল, তা নিয়ে এখনও পর্যন্ত বিশদে কিছু জানা যায়নি। শুধু জানা গিয়েছে, জালিয়াতি ও কোনও প্রতারণার পুরনো মামলায় তাঁদের কলকাতা নিয়ে যাবে পুলিশ৷