টুডে নিউজ সার্ভিসঃ গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ী আমির খানের বাড়িতে ইডি। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে সেখান থেকে বিপুল টাকা উদ্ধার হয়। শনিবার সকাল থেকে দফায় দফায় চলে উদ্ধার হওয়া টাকা গোনার কাজ। অবশেষে মোট আটটি টাকা গোনার মেশিনের সাহায্যে সম্পন্ন হয় সেই টাকা গোনা। জানা গেছে, প্রায় ১৮ কোটি টাকা উদ্ধার হয়েছে। মিলেছে সোনার গয়নাও। এদিন পাঁচটি ট্রাঙ্করের সাহায্যে সেই টাকা আরবিআই-এর সেফ ভোল্টে নিয়ে যাওয়া হয়।
সূত্রে জানা যায়, মোবাইল গেমিং অ্যাপ ‘ই-ন্যাজেট’-এর মাধ্যমে প্রতারণার অভিযোগের শনিবার ব্যবসায়ী আমির খানের বাড়িতে তল্লাশিতে নামে ইডি। আর তাতেই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা। এই টাকা কিভাবে এলো? কারা এর সঙ্গে যুক্ত? এসবের উত্তর জানতে ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি।
Social