মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ সোমবার আইএনটিটিইউসি এবং প্রত্যাশা এনজিও গ্রুপের যৌথ উদ্যোগে শুরু হল রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে প্রায় ১০০ জন ব্যক্তি রক্ত দান করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি বাস শ্রমিক ইউনিয়নের সম্পাদক শেখ হীরক, প্রত্যাশা এনজিও গ্রুপের সভাপতি শেখ খালেক মল্লিক, ইলামবাজার ব্লক সভাপতি ফজলুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন ব্লকের শীর্ষ নেতৃত্ব।
এদিনের অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেককেই রক্তদান জীবন দান এই সম্পর্কে বক্তৃতা রাখেন। বর্তমানে রক্ত সংকট মোচন করতে বেশি বেশি করে রক্তদান শিবির খোলার জন্য আহ্বান জানান ব্লক সভাপতি। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এ ধরনের রক্তদান শিবির করাতে খুশি ইলামবাজারবাসী।