মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ “চোর ধরো জেল ভরো লুটের টাকা ফেরত করো”- এই শ্লোগানকে সামনে রেখে বামেদের মহামিছিল। এই মিছিলে কয়েক হাজার কর্মী সমর্থক জমায়েত হয় রেল ময়দান প্রাঙ্গণে। যা রেল ময়দান প্রাঙ্গন হইতে মিছিল শুরু হয় গোটা বোলপুর পথ পরিক্রমা করে এবং শেষে একটি পথসভার আয়োজন করা হয়।
এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড মহঃ সেলিম, পলিটব্যুরোর সদস্য ডাক্তার রামচন্দ্র ডোম ও বীরভূম জেলা সিপিআইএমের জেলা কমিটির সদস্যবৃন্দ।
Social