পাপু লোহার, কাঁকসাঃ শারদ উৎসব শেষ, এবার রাজ্যজুড়ে বিজয়া সম্মিলনীর পালা। জেলায় জেলায় চলছে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান, অধিকাংশ ক্ষেত্রেই তার আয়োজক রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শনিবার কাঁকসা ব্লক তৃণমূলের কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হল।
এদিনের বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার, আই. এন.টি.টি.ইউ.সি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আই.এন.টি.টি.ইউ.সি-র পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অভিজিৎ ঘটক, এস.বি.এস.টি.সি-র চেয়্যারম্যান সুভাষ মন্ডল সহ জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব ও কর্মী বৃন্দ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বিজয়া সম্মেলন থেকে স্বচ্ছভাবে কাজ করার বার্তা দেন সকলেই।
তাছাড়াও এ দিন পুরাতন তৃণমূল কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। উৎসব মরসুম শেষ হলে পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতে পারে। এমনটা ধরে নিয়ে ঘর গোছাতে মরিয়া শাসক ও বিরোধী রাজনৈতিক দল গুলি। শাসক দল তৃণমূল কংগ্রেসও বিজয়া সম্মিলনীর মধ্য দিয়ে বাড়াচ্ছে জনসংযোগ ।
Social