টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনায় তারকেশ্বরে শিবের মাথায় জল ঢাললেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। বুধবার আমেরিকায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে অস্ত্রোপচার হয়। প্রায় সাত ঘন্টা ধরে চলে সেই অস্ত্রোপচার। তাতে ঝুঁকি ছিল। বর্তমানে তিনি ওই হাসপাতালের চিকিৎসক এবং চক্ষু বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রয়েছেন।
রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্যও কামনায় তারকেশ্বরে শিবের মাথায় জল ঢাললেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। এদিন বর্ধমান দু’ব্লকের বড়শুল বিধায়ক জনসভা কেন্দ্র থেকে সকালে রওনা দেন বিধায়ক সহ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বৃন্দ।
Social