দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ যদি কালকেও ভোট ঘোষণা হয় তৃণমূল কংগ্রেস প্রস্তুত এবং সব জায়গাতেই বিরোধী সিপিএম ও বিজেপি হারবে কারণ বিজেপি তো সব জায়গাতে প্রার্থী দিতেই পারবে না। ইন্দাসে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিদের মুখোমুখি হয়ে এভাবেই সিপিএম ও বিজেপিকে এক বন্ধনীতে রেখে তীব্র ভাষায় আক্রমণ করেন সমীর চক্রবর্তী।
বিজেপির রাজ্যসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাঝে মধ্যেই বলেন, ডিসেম্বরে তৃণমূল কংগ্রেস ফিনিশ এই প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে সমীর চক্রবর্তী বলেন- পাগলের প্রলাপ বকছেন বিরোধী দলনেতা, আরে পাগলের তো থাকার জায়গা রাঁচির পাগলা গারদ তো উনি ফাঁকা কেন ?
এদিন বিভিন্ন প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে চোখাচোকা বাক্যবানী বিজেপি এবং সিপিএমকে বিদ্ধ করেন সমীর চক্রবর্তী যা নিয়ে ইতিমধ্যে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছাসের বান ডেকেছে।