প্রবীর মণ্ডল, বর্ধমানঃ কার্তিক মাসের ঘোর অমাবস্যায় আলোয় সাজিয়ে তোলা হয় শহর। ধূমধামের সঙ্গে পালিত হয় কালীপুজো। সেই সময় আসন্ন। আর একটা দিন পরেই শক্তির দেবীর মা কালীর পুজোয় মাতবেন সকলে। এই নিয়ে পুজো মণ্ডপে অন্যদিকে কুমোরটুলিতেও চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা। শনিবার পূর্ব বর্ধমানের বড়শুলে দেখা গেল কুমোরটুলি থেকে একে একে মণ্ডপের পথে রওনা দিচ্ছে প্রতিমা।
মৃৎশিল্পীরা প্রায় কয়েক মাস ধরে নিজের হাতে কাদামাটির তাল থেকে রূপ দেন মূর্তিতে। দিনরাত হাড়ভাঙা খাটুনি করে তৈরি করেন দেব দেবীর মূর্তি। যদিও লাভের আশায় একের পর এক প্রতিমা নির্মাণ করেন ঠিকই, কিন্তু প্রতিমাগুলো যখন তাঁদের শিল্পালয় থেকে বেড়িয়ে যায় তখন বিষাদে মন ভারাক্রান্ত হয়ে ওঠে মৃৎশিল্পীদের। শনিবার দেখা গেল বড়শুল কিশোর সংঘের সদস্যরা মোটর ভ্যানে করে তাদের পুজো মণ্ডপের পথে শক্তিরুপিনী শ্যামা মায়ের মূর্তি নিয়ে রওনা দিয়েছে।