বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ রাজ্য হোক বা দেশের বাইরে এবার বিদেশের মাটিতে পা রাখতে চলেছে রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন নিগম। এগ্রিকালচার প্রডিউসার এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির ছাড়পত্র মেলায় এবার রাজ্য থেকে বিদেশের মাটিতে পৌঁছে যাবে ছাগল ও ভেড়ার মাংস। কাতারে মাংস রফতানির দায়িত্বে রয়েছে প্রাণিসম্পদ বিকাশ দফতরের আওতায় থাকা ‘ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড।’ এছাড়াও রাজ্যের প্রতিটি ব্লকে ফার্মাস প্রডিউসার কোম্পানি খোলা হচ্ছে। আর তাতেই মানুষের কর্মসংস্থান অনেকটাই এগিয়ে যাবে।
বৃহস্পতিবার নদীয়ার হরিণঘাটায় এসে একথা বললেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ। গ্রাম থেকে সরাসরি এবার মাংস রপ্তানি হবে বিদেশের মাটিতে হরিণঘাটায় এসে তারই শুভ সূচনা করেন মন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেন, প্রতিটি ব্লকে ফার্মাস প্রডিউসার কোম্পানি খোলা হলে আগামী দিনে যেমন কর্মসংস্থান বাড়বে অন্যদিকে রাজ্য থেকে বিদেশের মাটিতে মাংস রপ্তানি হলে আগামী দিনে রাজ্যের সচ্ছলতাও বাড়বে অনেকটাই।
Social