মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ আগামী পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে সারা বাংলা জুড়ে শাসক দল তৃণমূল জনসংযোগ প্রক্রিয়া শুরু করেছে। শুরু করেছে নিজেদের মধ্যে রেষারেষি মেটানোর, প্রত্যেক কর্মীকে একে অপরের উপর আলোচনা করে কাজ করার নির্দেশ দেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এদিন এমনই বার্তা শোনা গেল জঙ্গলমহলে অর্থাৎ ইলামবাজার ব্লকের কামারপাড়ায় কর্মী সম্মেলন থেকে। ইলামবাজার কামারপাড়া ইলামবাজার ব্লক তৃণমূলের উদ্যোগে একটি কর্মী সম্মেলন করা হয় শনিবার, এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ইলামবাজার ব্লক তৃণমূল সভাপতি ফজলুর রহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি রবি মুর্মু সহ অন্যান্য ব্লক শীর্ষ নেতৃত্ব। পঞ্চায়েত সমিতির সভাপতি রবি মুর্মুর সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে গৌরবময়।
এদিন তৃণমূল কর্মীবৃন্দ সঙ্গে মতবিনিময় হয় প্রত্যেক নেতার। প্রত্যেক শীর্ষ নেতৃত্ব তাদের নিজে নিজে বক্তৃতায় জনসংযোগ বাড়ানোর কথা বলেন এবং নিজেদের মধ্যে বিভেদ ভুলে রেষারেষি বন্ধ করে একত্রিতভাবে কাজ করার নির্দেশ দেন।