টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ গরম তরকারির কড়াইয়ে পড়ে গিয়ে পুড়লো দুই বছরের এক শিশু পিছনের অংশ। মন্তেশ্বর ব্লকের অন্তর্গত ভাদাই গ্রামের বাসিন্দার বিশ্বরূপ দাস আনুমানিক বয়স দু’বছর।
জানা যায়, বাড়ির মধ্যে খেলা করছিলেন ওই শিশু, অন্যদিকে তার মা রান্না করছিল। সেই মতো অবস্থায় তরকারি গরম কড়াইয়ের মধ্যে পড়ে যায় ঐ শিশু। পিতা বাপ্পা দাস তড়িঘড়ি তাঁকে মন্তেশ্বর কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে চিকিৎসার জন্য।
Social