টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ফের শহর বর্ধমানে চিকিৎসায় গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠল এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। মৃত প্রসূতির নাম অপর্ণা হাউলি (২৬), বাড়ি ১০ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর ইছলাবাদে।
বর্ধমানের ঐ বেসরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলে পরিবারের সদস্যরা। পরিবারের কাছ থেকে জানা যায়, এদিন সকাল ৭ টা নাগাদ এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই ঠিকমতো অক্সিজেন না দিয়ে প্রসূতিকে রাখা হয়, কিছুক্ষণ পরে পরিবারের সদস্যদের ডাকা হয় এবং বলা হয় অবস্থা ভালো নেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তিনি অনেকক্ষণ আগেই মারা গেছেন।
এরপরেই পরিবারের সদস্যরা ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকের বিরূদ্ধে অভিযোগ দায়ের বর্ধমান থানায় এবং তাঁরা ওই চিকিৎসকের শাস্তির দাবি করেন। পরিবারের সদস্যরা আরও জানান, মায়ের পেটে দুটি সন্তান ছিল। চিকিৎসার গাফিলতিতে ৩ টি প্রাণ চলে গেল।
Social