টুডে নিউজ সার্ভিসঃ মঙ্গলবার কলকাতায় পৌঁছেছেন বাংলার নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন সকালে কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, শিল্পমন্ত্রী শশী পাঁজা, রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্যের ডিজিপি ও পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, মঙ্গলবার সকালে বাংলার নতুন রাজ্যপালের বিমান অবতরণ করে। তার পরেই তিনি বিমানবন্দর থেকে রওনা হন। সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ তাঁর গাড়ি প্রবেশ করে রাজভবনের ফটকে।
বুধবার সকাল ১০টা ৪৫মিনিট নাগাদ বাংলার নতুন রাজ্যপাল হিসাবে শপথ নেবেন সিভি আনন্দ বোস। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।