Breaking News

ক্রেতা সুরক্ষা বিষয়ক সেমিনার

 

কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর লায়ন্স ক্লাব ও বিরহাটা কনজিউমার অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশন যৌথ ভাবে লায়ন্স ক্লাবের সেমিনার হলে কনজিউমার প্রোটেকশন অ্যান্ড ফুড সেফটির উপর এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। যেখানে ক্রেতাদের সচেতন করা হয়।

এই সেমিনারে অতিথি ও বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ প্রসেনজিৎ বটব্যাল, রাজ্য ক্রেতা সুরক্ষা আদালতের প্রাক্তন বিচারপতি ও রাজ্য হাই কোর্টের অ্যাডভোকেট মৃদুলা রায়, জেলা কনজিউমার অফিসার অরূপ নন্দী,  বিরহাটা কনজিউমার অ্যওয়ারনেস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সম্পাদক কাজী মোহাম্মদ রফিক সহ অন্যান্যরা। ডাক্তার বাবু উপস্থিত মানুষদের খাদ্যভ্যাস সঠিক খাবার কথা বলেন যাতে করে ওষুধ খাবার প্রয়োজনই না পড়ে। আলোচনার বিষয়ের উপর সুন্দর একটি তরজা উপস্থাপন করেন মোহাম্মদ আরিফ ও নুরীয়াল হক। পাশাপাশি মৃদুলা রায় উপস্থিত সকলকে ক্রেতা সুরক্ষা বিষয়ে আইনি দিক গুলি তুলে ধরেন ও সকলের প্রশ্নের আইনি ব্যাখ্যা দেন। প্রত্যেকেই যারা ক্রেতা জিনিস কিনবেন রশিদ অবশ্যই যেন তাঁরা নেন তাতে আইনি সুবিধা পেতে সুবিধা হবে। এছাড়াও মামলা যাঁরা করবেন তাঁরা যেন ভালো উকিলের কাছ থেকে সঠিক বয়ানে সব দিক খেয়াল রেখে কেস ফাইল করতে হবে। প্রত্যেক ক্রেতাকে সচেতন করার জন্য বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে গাফিলতি নিয়ে সচেতন করেন। মানুষ সচেতন হলে তাঁরা ঠকবেনও কম। কোনো অসুবিধা হলে সকলকেই ক্রেতা সুরক্ষায় যোগযোগ করতে বলেন।

লায়ন্স ক্লাবের পক্ষ থেকে অরূপ রায় ক্লাব বর্তমানে কি কি পরিষেবা দিচ্ছে সেটা উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। এই সেমিনারে সমাজের সকল স্তরের মানুষ ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ী  ব্লকের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

About Burdwan Today

Check Also

একই রাস্তা সংস্কারে তিনবার টেন্ডার! দুর্নীতির অভিযোগ এবার গলসিতে

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ একই রাস্তার সংস্কারের জন্য একবার বা দুইবার নয়, তিনবার টেন্ডার! কিন্তু, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *