পাপু লোহার, বুদবুদঃ গত কয়েকমাসে লটারি নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য। লটারি রহস্যের ধোঁয়াশা কোনোভাবেই কাটছে না। যতদিন যাচ্ছে আরও ঘনীভূত হচ্ছে রহস্য। অনুব্রতর পর এবার কোটি টাকার লটারি পাওয়া নিয়ে শোরগোল গলসির বুদবুদে।
এবার লটারিতে ১ কোটি টাকা পেয়েছেন বুদবুদ গ্রাম পঞ্চায়েত উপ-প্রধান রুদ্রপ্রসাদ কুন্ডু। বৃহস্পতিবার রাত্রে লটারি কান্ড নিয়ে একটি সর্ব ভারতীয় বৈদ্যুতিন চ্যানেলে সরাসরি সম্প্রচারের সময় হঠাৎ করে রুদ্র প্রসাদ কুন্ডু লটারিতে এক কোটি টাকার পুরস্কার পেয়েছেন এবং অনুব্রত মন্ডলের মতোই অন্যের লটারি কিনে কালো টাকা সাদা করেছেন এমই ঘোষণা করেন চ্যানেলের সঞ্চালিকা।
শুক্রবার সকাল থেকেই শোরগোল পরে যায় বুদবুদ এলাকা জুড়ে। এদিন উপ প্রধান রুদ্র প্রসাদ কুন্ডু বুদবুদ থানায় লিখিত অভিযোগ জানান। এই ঘটনা রাজনৈতিক মহলে জানাজানি হতেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা। অস্বস্তিতে পড়তে হয় তৃণমূল নেতৃত্বকে। আর এরপরেই শুরু হয়েছে বিরোধীদের রাজনৈতিক তরজা।
Social