জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ বর্ধমানের মন্তেশ্বরের এক নাবালিকাকে বালিসা গ্রাম এলাকা থেকে উদ্ধার করল মন্তেশ্বর থানার পুলিশ। থানা সূত্রে জানা যায়, গত সোমবার মন্তেশ্বর ব্লকের মামুদপুর দু’নম্বর অঞ্চলের একাকার খন্ডেকার ডাঙ্গা গ্রামের ওই নাবালিকা কিশোরীর কাকা মন্তেশ্বর থানায় তার ভাইঝি নিখোঁজের অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে মন্তেশ্বর থানার পুলিশ তদন্তে নামে।
মন্তেশ্বর থানার পুলিশ তদন্ত নেমে গোপন সূত্র মারফৎ জানতে পারে ওই নাবালিকা কিশোরী দেওয়ানদিঘি থানার বালিসা গ্রাম এলাকায় থাকার সন্ধান। এদিন ভোরে দেওয়ানদিঘি থানার পুলিশে সহযোগিতায় মন্তেশ্বর থানার পুলিশের একটি দল বালিসা গ্রামের ওই নাবালিকা ঘোরাঘুরি করার সময় তাকে উদ্ধার করে। তাকে উদ্ধার করে কালনা আদালতে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ।