জ্যোতির্ময় মন্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম বাজার এলাকায় সৎসঙ্গ কেন্দ্রে শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের ১৩৫তম জন্মবার্ষিকী ও মন্দিরের কাছেই যীশু খ্রীষ্টের জন্মবার্ষিকী পালন করা হয়। ২৫ ডিসেম্বর যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন গ্রাম এলাকার মানুষজনদের সহযোগিতায় রবিবার কুসুমগ্রামে সৎসঙ্গ কেন্দ্র থেকে ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতিকৃতি সুসজ্জিত করে ব্যান্ড বাজনা সহকারে একটি রেলি শুরু হয়ে গোটা কুসুমগ্রাম বাজার এলাকা গ্রাম এলাকা পরিক্রমা করে মন্দির প্রাঙ্গণে শেষ হয়।
তারপর সারাদিন নাচ গান গ্রন্থাদী পাঠ সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৫তম জন্মবার্ষিকী আনন্দ উৎসাহে পালন হয়।
পাশাপাশি একই স্থানে যীশু খ্রীষ্টের জন্মদিনও পালন করেন তারা। তারপর দুপুরে প্রায় ১০ হাজার মানুষজনকে অন্নকূটের ব্যবস্থা করা হয়। উদ্যোক্তারা জানান , ঠাকুর অনুকূলচন্দ্রের এই জন্মবার্ষিকী কুসুমগ্রাম মন্দিরে ৩৫ বছর পালন করা হচ্ছে, নানান রকমের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এই অনুষ্ঠানটি চলবে সারাদিন এবং সন্ধ্যায় অনুষ্ঠানটি শেষ হবে।