টুডে নিউজ সার্ভিসঃ বছর ঘুরতে না ঘুরতেই ফিরে এল সেই করোনা আতঙ্ক। চিনে ফের করোনা তার দাপট দেখাতে শুরু করে দিয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক গোটা ভারত।
এরমধ্যে কর্ণাটকে কোভিড গাইডলাইন জারি করল সরকার। যথা-
১) রাত ১টার পর নিউ ইয়ার উদযাপন নয়।
২) স্কুল-কলেজ, সিনেমা হল, রেস্তোঁরা-সহ সব বদ্ধ জায়গায় মাস্ক বাধ্যতামূলক।
৩) অন্তঃসত্ত্বা, শিশু, বৃদ্ধ এবং অসুস্থ মানুষদের ভিড় এড়িয়ে চলার নির্দেশ।
৪) কোনও অনুষ্ঠানে আসন সংখ্যার বেশি দর্শক নয়।
Social