Breaking News

বাংলায় যাত্রা শুরু বন্দে ভারত এক্সপ্রেসের

 

টুডে নিউজ সার্ভিসঃ বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু। ৩০ ডিসেম্বর শুক্রবার তারই ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনের উদ্বোধন হয়। এদিন কলকাতায় এসে এই ট্রেনের শুভ উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু, এদিন ভোরে মাতৃ বিয়োগের কারণে কলকাতায় আসতে পারেননি। তবে তিনি আমেদাবাদ থেকে সবুজ পতাকা নেড়ে বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের ভার্চুয়ালি উদ্বোধন করেন।

 এদিন হাওড়া স্টেশনে মুখ্যমন্ত্রী উপস্থিত হতেই জয় শ্রীরাম স্লোগান উঠে। সঙ্গে সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পরিস্থিতি সামালানোর চেষ্টা করেন। যদিও অনেক বোঝানোর পরই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মঞ্চে উঠলেন না। প্ল্যাটফর্মে থেকেই উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মায়ের শেষকৃত্য সম্পন্ন করেই ভার্চুয়াল মাধ্যমে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। তাই অনুষ্ঠান ছোট করার অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেন, তিনি রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের সূত্রপাত হয়েছিল। আজ সেই ট্রেন উদ্বোধন হওয়ায় তিনি খুশি বলে জানান মুখ্যমন্ত্রী। শেষে ফের সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমি জানি না কী ভাবে আপনার পরিবারের প্রতি সমবেদনা জানাব। আপনার মা মানে আমাদেরও মা। আমার মায়ের কথাও মনে পড়ছে আজ।’  

উদ্বোধনী মঞ্চে রাজ্যপাল সিভি আনন্দ বোস, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, জন বার্লা, সুভাষ সরকার, লকেট চ্যাটার্জি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সমস্ত খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন্ট করুন : https://chat.whatsapp.com/J2ZCZS26NOzBfHUobcE0YN

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বুধবার বাদে সপ্তাহে ৬ দিন চলবে এই বন্দে ভারত এক্সপ্রেস। ভোর ৫ টা ৫৫ মিনিটে হাওড়া থেকে এনজেপি-র উদ্দেশ্যে ছেড়ে যাবে বন্দে ভারত এক্সপ্রেস। দুপুর ১টা ২৫ মিনিটে এনজেপি পৌঁছে যাবে ট্রেনটি। উল্টোদিকে, দুপুর ৩টে ৫ মিনিটে ছেড়ে বন্দে ভারত এক্সপ্রেস হাওড়ায় ঢুকবে রাত ১০টা ৩৫ মিনিটে। রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে ছেড়ে নিউ জলপাইগুড়ির মাঝে বোলপুর, মালদহ টাউন ও বরসোই স্টেশনে থামবে এই ট্রেন। উল্লেখ্য, ৩০ ডিসেম্বর শুক্রবার উদ্বোধন হলেও ট্রেনটি যাত্রী পরিষেবা দিতে শুরু করবে আগামী ১ জানুয়ারি থেকে।  

এর পাশাপাশি এদিন এই সূচনা পর্বকে স্মৃতি করে রাখার জন্য রেল কর্তৃপক্ষ কয়েকটি স্টেশনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। ৩০ ডিসেম্বর শুক্রবার হাওড়া স্টেশন ছেড়ে ভারত এক্সপ্রেস প্রথমেই ডানকুনিতে দাঁড়ায়। এরপর কামারকুন্ডু, মসাগ্রাম, বর্ধমান, খানা হয়ে বোলপুরে। এরপর আহমেদপুর, সাঁইথিয়া, রামপুরহাট, ছাতরা, নিউ ফরাক্কা হয়ে বন্দে ভারত এক্সপ্রেস যাবে মালদা। এরপর মুকুরিয়া থেকে বারসোইয়ে। কিষাণগঞ্জ, আলুয়াবাড়ি রোডে থেমে নিউ জলপাইগুড়ি।

About Burdwan Today

Check Also

অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন নিয়ে বেসরকারী ব্যাঙ্কে উত্তেজনা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান শহরে একটি বেসরকারি ব্যাঙ্কে অমরনাথ যাবার জন্য রেজিস্ট্রেশন করার নোটিফিকেশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *