জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি সহ-সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে কুসুমগ্রাম বাজারে তৃণমূল কংগ্রেসের ব্লক অফিসের সামনে দেশ বরেণ্য নেতাজী সুভাষচন্দ্র বসু, আব্দুল কালাম, স্বামী বিবেকানন্দ সহ বিভিন্ন মনিষীদের প্রতিকৃতি রেখে ও প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা ও সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ রাত ১২টায় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করল তৃণমূল কংগ্রেসের।
মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনন্দ উৎসাহের সঙ্গে ২৬তম প্রতিষ্ঠা দিবস পালন করে এবং ২৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি সভাও অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্লক নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসের উত্থান পতন ও তৃণমূল কংগ্রেসের জনসাধারণের কাছে ভূমিকা ও তাৎপর্য তুলে ধরা সহ আসন্ন পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে উপস্থিত কর্মীদের কাছে আলোকপাত করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সদস্য সব্যসাচী চক্রবর্তী, কানু সেখ, মন্তেশ্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তন্ময় ব্যানার্জি, সহ-সভাপতি রাকিবুল শা, ব্লক তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসি ব্লক সভাপতি আতিকুর রহমান শেখ, ব্লক তৃণমূল এসসি,এসটি,ওবিসি সেলের সভাপতি বিপুল রায়, ব্লক তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর সভাপতি হিল্লোল বন্ধু, ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মন্ডল, সহ সকল গ্রাম পঞ্চায়েতে প্রধান উপপ্রধান, অঞ্চলের সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের কয়েকশো কর্মীবৃন্দ।
মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহার মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে সভা ও প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানটি সমাপ্ত হয়।