মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ জয়দেব মেলার প্রাক্কালে জয়দেব মেলা কমিটির পক্ষ থেকে সরকারিভাবে দোকানের রসিদ কাটাকে কেন্দ্র করে এক শোরগোল সৃষ্টি হয়। প্রত্যেক দোকানদারের দাবি অতিরিক্ত জায়গার রেট বাড়ানোর জন্য তারা দোকান করে লাভের মুখ দেখতে পারবেন না বলে দাবি করছেন অধিকাংশ দোকানদার।
গত বৎসর মেলা থেকে তিনগুণ রেট বেশি করার জন্য এবং ইলেকট্রিক বিল অত্যাধিক পরিমাণে বাড়ানোর জন্য জয়দেব গেস্টহাউস নিকট দোকানদারদের অবস্থান বিক্ষোভ শুরু করেন। এই ব্যাপারে ইলামবাজার বিডিও শেখ জসিম উদ্দিন-কে প্রশ্ন করা হলে তিনি বলেন মেলা কমিটির মিটিং-এর সিদ্ধান্ত অনুযায়ী রেট ফাইনাল করা হয়েছে। ওই রেটেই দোকানদারদের রসিদ কাটতে হবে। সাফ জানিয়েছেন ইলামবাজার বিডিও। এ ক্যাটাগরি জায়গার রেট ৪০ টাকা স্কয়ার ফিট। বি ক্যাটাগরি জায়গার রেট ৩৫ টাকা স্কয়ার ফিট। সি ক্যাটাগরি জায়গা রেট ৩০ টাকা পার স্কয়ার ফিট, বিদ্যুৎ বিল ন্যূনতম প্রতিদিন ৫০০ টাকা। এই রেট মানতে নারাজ দোকানদাররা। দোকানদারদের দাবি রেট কমানো হোক।
Social