টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে হলে শুক্রবার পঞ্চম আঞ্চলিক বিজ্ঞান টেকনলাজি ও প্রযুক্তি কংগ্রেসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। যা চলবে ৬ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত। এই পঞ্চম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসে চারশোরও বেশি গবেষণাপত্র তুলে ধরা হবে। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্ধোধন করেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস, পুলিশ সুপার কামনাশীষ সেন, জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা সহ অনান্য বিশিষ্ট জনেরা।
এদিন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বক্তব্য রাখতে গিয়ে বলেন, কৃষিক্ষেত্রর সঙ্গে বিজ্ঞান অধঃপতভাবে যুক্ত যার ফলে বিভিন্ন উন্নত প্রজাতির ধান বীজ সংরক্ষণ করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, আচ্ছা বলুনতো আমাদের পশ্চিমবাংলায় উচ্চশিক্ষা দপ্তরের যেখানে আমাদের বিভিন্ন জায়গায় গবেষণাগারগুলি শক্তপক্ত আছে এবং কতগুলি স্কুলে আমাদের গবেষণাগার তৈরি করা আছে, লাবরাটরি আছে, এটা আমরা কেউ তাকিয়েও দেখিনা। মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করছে। আমাদের প্রায় প্রতিবছরে ইচ্ছে করলে ১০০টা স্কুলে যদি আমরা এভাবে তাদেরকে পৌঁছে দিতে পারতাম তাহলে নিশ্চিতভাবে আমাদের বিজ্ঞান এমন একটা জায়গায় পৌঁছাত আমাদের এই পশ্চিমবাংলায় এমনিতেই সারা বাংলা নয় সারা ভারতবর্ষের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে বাংলার এই কাজ দেখে এবং তারপরে বিজ্ঞান যদি এগিয়ে যায় তাহলে ভারতবর্ষের মানুষ আগামীদিনে মানুষের কাছে “মমতা লাও, দেশ বাঁচাও” এটাই হবে আমাদের সবচেয়ে বড় শব্দ।