টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ জেলায় হাম ও রুবেলা নিরাময়ে বিশেষ টিকাকরণ কর্মসূচি শুরু করতে চলেছে জেলা প্রশাসন। আগামী ৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কয়েকটি দফায় এই টিকাকরণ কর্মসূচি। শুক্রবার পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা সাংবাদিক বৈঠক করে একথা জানান। এদিন জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাঁচ সপ্তাহ ধরে এই টিকাকরণ কর্মসূচি চালানো হবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সের শিশুদের এই টিকা দেওয়া হবে। এরমধ্যে জেলার ২০৭৫০ টি স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকাকরণ করা হবে। পাশাপাশি, সরকারি ও বেসরকারি স্কুল মিলিয়ে ৫০৬৬ টি স্কুলে পড়ুয়াদের টিকাকরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায় জানান, সারা বছরই নিয়মিতভাবে এই টিকাকরণ কর্মসূচি চালু রয়েছে। ২০২৫ সালের মধ্যে জেলা থেকে হাম ও রুবেলা সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই কারণেই এই বিশেষ টিকাকরণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণভাবে কয়েকটি পর্যায়ে টিকাকরণ ছাড়াও প্রত্যন্ত এলাকায় টিকাকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরজন্য সেই সমস্ত এলাকায় বিশেষ ক্যাম্পের মাধ্যমে টিকাকরণ কর্মসূচি চালানো হবে। জেলার কোনও শিশু যাতে এই টিকাকরণ কর্মসূচি থেকে বাদ না যায় তার জন্য জেলা স্বাস্থ্য দফতর বদ্ধপরিকর রয়েছে।
Social