দিদির সুরক্ষা কবচ কর্মসূচির প্রচার অভিযানের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ ও পথসভা

Burdwan Today
1 Min Read

 

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের “দিদির সুরক্ষা কবচ” কর্মসূচির বিশেষ প্রচার অভিযানের লক্ষ্যে মন্তেশ্বর ব্লকের  বাঘাসান অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মালডাঙ্গা বাসস্ট্যান্ডে এক পথসভা ও ২০০ জন  অসহায়, গরিব, দুঃস্থ মানুষজনদের শীতের কম্বল বিতরন  করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা তথা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আহমেদ হোসেন শেখ ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, মন্তেশ্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি  রাকিবুল হক শাহ, মন্তেশ্বর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি আতিকুর রহমান শেখ ও মন্তেশ্বর ব্লক তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি হিল্লোল বন্ধু, মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মণ্ডল।

 ব্লক এসসি, এসটি-র সেলের ব্লক সভাপতি বিপুল রায়, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ ও বাঘাসন অঞ্চল  তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি সব্যসাচী দা  জানান, এই অনুষ্ঠানের  মাধ্যমে সম্প্রীতির বার্তা বহন করে সকল মানুষের সুস্থতা কামনা  করি।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *