Breaking News

প্রতিবন্ধীদের হুইল চেয়ার, মায়েদের হাতে শিশু খাদ্য তুলে দিলেন শিশু মহল

 জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর মাইচপাড়া শিশু মহল স্বেচ্ছাসেবী  সংস্থার পক্ষ থেকে শনিবার বিকালে মন্তেশ্বর চামুন্ডাতলা প্রাঙ্গণে এলাকার তিনজন প্রতিবন্ধীকে হুইল চেয়ারের পাশাপাশি এলাকার প্রসূতি মায়েদের হাতে শিশু খাদ্য সহ শিশুদের ব্যবহারের সরঞ্জাম ও গরিব দুঃস্থ অসহায় শিশুদের শীতের পোশাক সহ  এলাকার গরিব অসহায় মানুষজনদের হাতে শীতের কম্বল বিতরন প্রদান করা হয়। 

শিশু মহল স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য অমিতাভ সোম জানান, আমাদের এই প্রতিষ্ঠানের বয়স পাঁচ বছর হলেও  গরিব অসহায় মানুষদের শীতের কম্বল ও শিশুদের শীতের পোশাক, এলাকার প্রতিবন্ধীদের হুইল চেয়ার  বিতরণ এইরকম অনুষ্ঠান  অনেক বার করা হয়েছে। 

 শিশু মহল স্বেচ্ছাসেবীর সংস্থার প্রধান কর্মকর্তা অমিতাভ সোম আরও জানান,  আজ আমরা মন্তেশ্বর এলাকার দুঃস্থ, অসহায়, গরিব ১০০ জন মানুষদের কম্বল,  ৫০ জন প্রসূতি মায়েদের হাতে শিশু খাদ্য,  শিশুদের শীতের পোশাক, বালতি, মগ এবং এলাকার তিনজন অসহায় গরীব প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করলাম।

 এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) গোবিন্দ দাস,  এলাকার বিশিষ্ট সমাজসেবী নবগোপাল হাজরা, এলাকার বিশিষ্ট সমাজসেবী আতিকুর রহমান সেখ, সব্যসাচী চক্রবর্তী, হিল্লোল বন্ধু, লালন শেখ, তন্ময় ব্যানার্জি,  শুভেন্দু রায়, সহ স্বেচ্ছাসেবী সংস্থার প্রত্যেক কর্মকর্তা ও সদস্য সহ আরও অনেক বিশিষ্টজনেরা ।

About Burdwan Today

Check Also

দুবছর পর খুললো জামালপুরের শ্রীমা সংঘ

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ প্রায় দুবছর বন্ধ থাকার পর খুললো পূর্ব বর্ধমান জেলার জামালপুর-২ অঞ্চলের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *