জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ বকেয়া ডিএ-র সহ রাজ্য সরকারের কর্মচারীদের বিভিন্ন দাবিতে মন্তেশ্বর ব্লকের কর্মরত কর্মচারীরা বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান বিক্ষোভে বসেন।
তাদের দাবি বকেয়া ডিএ অবিলম্বে প্রদান করা, শূন্য পদে নিয়োগের ব্যবস্থা, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, সহ একাধিক দাবিকে সামনে রেখে এদিন মন্তেশ্বর ব্লক কার্যালয়ে সামনে প্লাকেট হাতে নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয় মন্তেশ্বর ব্লক এলাকার কর্মরত বিভিন্ন সরকারি স্থায়ী, অস্থায়ী কর্মচারীরা ও পেনশন প্রাপ্ত ব্যক্তিরা। তাদের দাবি অবিলম্বে দাবিগুলি মানা না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে বলে জানান তারা।
Social