মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের উপর ইলামবাজারের পায়ের মোড় সন্নিকট একটি মোটর বাইকের সঙ্গে একটি দশ চাকার ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক মহিলার মৃত্যু হয়।
সূত্রে খবর, ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শুভর ডাঙ্গাপাড়া গ্রামের শেখ এনামুল তার স্ত্রীকে নিয়ে ইলামবাজার থেকে বাড়ি ফেরার পথে একটি দশ চাকা ডাম্পারের সঙ্গে মুখোমুখি ধাক্কা হয়। ঘটনাস্থলে এনামুলের স্ত্রী নূরজাহানা মন্ডল (৪০)এর মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় এনামুল ও তার সন্তানকে ইলামবাজার হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনা খবর পেয়ে ইলামবাজার থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠান।
Social