সেখ সামসুদ্দিন, মেমারিঃ মেমারি এলাকায় খেলাধুলায় নতুন সংযোজন, প্রতিভাদের খুঁজে বের করে অঙ্কুর পর্যায় থেকে তাদের তুলে আনার কাজে পথ চলা শুরু করলো ‘উই কেয়ার ট্রাস্ট’-এর অধীনস্থ ক্রিস্টাল স্পোর্টস অ্যাকাডেমি। মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের মাঠে ক্রিস্টাল স্পোর্টস অ্যাকাডেমিতে ৫ বছর থেকে ২৩ বছর বয়সের ছেলে মেয়েদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা থাকছে ফুটবল, ক্রিকেট ও ভলিবল। এই তিন অ্যাকাডেমিতে সপ্তাহে প্রতি দিন কলকাতা ও শহরতলী থেকে বিশেষজ্ঞ কোচেরা আসবেন এখানে। দীর্ঘ কয়েক মাস ধরে পরিচর্যার ফলে নতুন রূপ পেয়েছে মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের মাঠ। এই তিন অ্যাকাডেমির যাত্রা শুরু হল ১১ ফেব্রুয়ারি শনিবার।
এই ক্রিস্টাল স্পোর্টস অ্যাকাডেমির পথ চলায় পা মেলালেন বিশিষ্ট ফুটবলার রহিম নবী ও বিকাশ পাজি। ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ এলাকার ক্রীড়াপ্রেমী মানুষের উৎসাহ ছিল নজরকাড়া। এলাকার প্রতিভাবান কচিকাঁচাদের তালিম দিয়ে গড়ে তোলা হবে দক্ষ খেলোয়াড়। ৮ জন কোচ বা প্রশিক্ষক নিয়োগ করা হয়েছে এই অ্যাকাডেমিতে।
প্রথম দফায় মোট ১৩০ জন নানা বয়সের ছেলেমেয়েদের নিয়ে শুরু হল এই অ্যাকাডেমির পথ চলা। খুব সামান্য ব্যয়ে খেলার পোশাক, বল ও বুট সহ বিভিন্ন অত্যাধুনিক ক্রীড়া সরঞ্জাম থেকে প্রশিক্ষণের সব ব্যবস্থাও থাকছে এখানে।
নতুন প্রজন্মকে সঠিক পথ দেখানোর দারুণ সুযোগ করে দেবার এক অনন্য নজির সৃষ্টি করলেন ক্রিস্টাল স্পোর্টস অ্যাকাডেমি।
Social