সেখ সামসুদ্দিন, বর্ধমানঃ নকল কাস্ট সার্টিফিকেট তৈরি করার সাথে যুক্ত থাকার অপরাধে নাদনঘাট থানা এলাকার খরসগ্রামের আবদুল্লা মন্ডল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করলো নাদনঘাট থানার পুলিশ।
পূর্বস্থলী-১ ব্লকের বিডিও দেবব্রত জানা নাদনঘাট থানা একটি অভিযোগ দায়ের করার পরে এই অভিযোগের ভিত্তিতে খরস গ্রাম এলাকার বাসিন্দা ওই ব্যক্তিকে গ্রেফতার করে শনিবার কালনা আদালতে পাঠায় নাদনঘাট থানার পুলিশ। ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় কালনা আদালতের বিচারপতি।
স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকা থেকে টাকার বিনিময়ে নকল কাস্ট সার্টিফিকেট তৈরি করার কাজের সাথে যুক্ত ছিল ওই কেতুগ্রাম-১ বিডিও অফিসের সরকারি ওই কর্মচারী। নাদনঘাট থানা এলাকার বহু মানুষের এই রকম নকল কাস্ট সার্টিফিকেট তৈরি করে দিয়েছে তিনি। সেই কাস্ট সার্টিফিকেট দেখিয়ে তারা অজান্তেই ভাতা তুলতে গিয়ে, বিডিও-র নজরে আসে বিষয়টি। এরপরই বিডিও নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করে। এই অভিযোগের ভিত্তিতেই এই ঘটনায় যুক্ত থাকার অপরাধ ওই ব্যক্তিকে গ্রেফতার পুলিশ।
Social