পাপু লোহার, কাঁকসাঃ পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ও এলাকার কর্মী সমর্থকদের একত্রিত করতে তৃণমূল কংগ্রেসের বিশেষ সভা অনুষ্ঠিত হলো বনকাটি অঞ্চলে। মঙ্গলবার ১১ মাইলের জনসভার পাশাপাশি বনকাটি থেকে কাঁকসা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি পিন্টু বাগদির নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এ দিনের মিছিলে পা মেলান কয়েকশ তৃণমূল কংগ্রেস কর্মী সহ মহিলা কর্মী সমর্থকেরা। শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র সরকার, তাছাড়াও দীর্ঘদিন ধরে বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্র তারই প্রতিবাদে ও আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কাঁকসার ১১ মাইলে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের।
কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন সভায় উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য, যুব তৃণমূলের সভাপতি কুলদীপ সরকার, কাঁকসা বনকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও কাঁকসা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পিন্টু বাগদি, বঙ্গ জননী বাহিনীর ব্লকের সভানেত্রী স্বপ্না বৈদ্য, পশ্চিম বর্ধমান জেলার কিষান ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য সহ অন্যান্যরা।