জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ শনিবার পবিত্র ঈদ উৎসব। তাই ঈদের আগের দিন মন্তেশ্বর ব্লকে শিমুই, নারকেল লাচ্ছার কেনাকাটার ভিড় দেখে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটে উঠেছে।
মন্তেশ্বর ব্লকের শিমুই, লাচ্ছার একমাত্র কেনাকাটার বড় বাজার হল কুসুমগ্রাম বাজার। তাই পবিত্র ঈদের আগের দিন তীব্র তাপদাহ উপেক্ষা করে ঈদ উপলক্ষে শিমুই, লাচ্ছা, নারকেল কেনাকাটা করতে ভিড়ে জমে উঠেছে মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম বাজার। কেনাকাটার জন্য প্রত্যেকটা ব্যবসায়ী দোকানে ভিড় রহেছে। শিমুই, লাচ্ছা, নারিকেল থেকে শুরু করে সমস্ত জিনিস আমদানিও রয়েছে প্রচুর। এর ফলে ক্রেতা থেকে বিক্রেতারাও খুশি।
এদিন ক্রেতা ও বিক্রেতারা উভয়েই জানান এইবছর লাচ্ছা, শিমুই এর দাম মোটামুটি ঠিক থাকলেও নারিকেলের দাম একটু বেশি। কারন, পশ্চিমবাংলায় নারিকেল সেভাবে না হওয়ায় কেরল থেকে নারিকেল আমদানি করতে হচ্ছে তার ফলের দাম একটু বেশি বলে জানান ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা আরও জানান, শিমুই, লাচ্ছা সহ লাখ টাকার উপর মাল তুললেও সব বিক্রি হয়ে যাবে আশা করছি।
Social