জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে মালডাঙ্গা মেমারি রাস্তায় মাঝের গ্রামের মিরপুর বাজার সংলগ্ন এলাকায়। মৃতের নাম রাজীব শেখ (২১), মন্তেশ্বরের কুসুম গ্রামের বাসিন্দা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, পেশায় বোম্বেতে সোনার রূপোর কর্মী ছিলেন রাজীব। ঈদ এবং ঈদের দুই দিন পর বোনের বিবাহ উপলক্ষে তিন চারেক আগেই বাড়ি আসে রাজীব। শুক্রবার তার এক আত্মীয় বোম্বে থেকে বাড়ি আসছিল তাকে মেমারি স্টেশন থেকে বাইকে করে আনতে যাচ্ছিল রাজীব। যাবার পথেই মিরপুর বাজার সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটর ভ্যানকে পাস কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি একটি গাছের সঙ্গে ধাক্কা মারে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় মন্তেশ্বর থানার ওসি কুনাল বিশ্বাস সহ পুলিশ বাহিনী। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গুরুতর আহত অবস্থায তাঁকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর মৃত্যুর খবর শুনে কুসুমগ্রামে মৃতের পাড়ায় মানুষজন কান্নায় ভেঙে পড়ে এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।