Breaking News

গুজরাটে মৃত নাবালকের দেহ উদ্ধার মেমারিতে

 

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রবিবার রাতে মেমারি থানার অন্তর্গত পালসিট সংলগ্ন জাতীয় সড়কের পাশ থেকে একটি দেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ। জানা যায়, মৃতের নাম দেবদাস মান্ডি (১৭), বাড়ি হুগলি জেলার ডিগসুই এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়, মৃত দেবদাস মান্ডি কয়েকমাস আগে গুজরাটের রাজকোটে এক স্বর্ণব্যবসায়ী খন্যান নিবাসী ফিরোজের কাছে কাজ করতে যায়। গত ২৭ এপ্রিল বৃহস্পতিবার গুজরাট থেকে ফোন করে জানানো হয় শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে মারা যায় দেবদাস মান্ডি। পরিবারকে মৃতদেহ পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানাননো হয়। কিন্তু পরিবারের লোক তাদের সাথে আর যোগাযোগ করে উঠতে পারেনি। মৃতদেহটি যারা নিয়ে আসছিল তারা ফোনে সঠিক তথ্য দিচ্ছিলো না। এরপর পরিবার হুগলির মগরা থানার দ্বারস্থ হয়। তারপর থেকেই গুজরাট থেকে আসা গাড়ির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর রবিবার পালসিট এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে পলিথিনে মোড়া অবস্থায় দেবদাস মান্ডি-র দেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ।

সোমবার সকালে মেমারি থানা থেকে পরিবারকে খবর দেওয়া হলে তাঁরা মেমারি থানায় উপস্থিত হয়। দেবদাস মান্ডি-র পরিবার গোটা ঘটনার সঠিক তদন্তের দাবি করেছেন।

About Burdwan Today

Check Also

প্যামড়া সৎসঙ্গ আশ্রমে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্মরণ শুভ নববর্ষ মহোৎসব

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমানের বর্ধমান দু’নম্বর ব্লকের প্যামড়া সৎসঙ্গ আশ্রমে পরমপ্রেমায় শ্রীশ্রী ঠাকুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *