জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ নাবালিকা কিশোরীকে ফুসলিয়ে নিয়ে যাবার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত সুজন দাস বর্ধমানের দেওয়ানদিঘী থানার জগদাবাদ গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, মন্তেশ্বর ব্লকের পুটশুরী গ্রামের ঐ নাবালিকা পিসির বাড়িতে থাকতো। দিন পাঁচেক আগে কাটোয়া থানার কোঁয়ারা গ্রামের ঐ নাবালিকার বাবা থানায় লিখিত অভিযোগ করেন তার মেয়েকে নানান প্রলোভন দেখিয়ে মন্তেশ্বরের পুটশুরী গ্রামের পিসির বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার অভিযোগ জানিয়েছিলেন অভিযুক্ত যুবকের বিরুদ্ধে।
তদন্তে নেমে পুলিশ ওই নাবালিকা কিশোরীর বর্ধমানের দেওয়ানদিঘী থানার জগদাবাদ এলাকায় থাকার সন্ধান পায়। দেওয়ানদিগি থানার পুলিশের সহযোগিতা ওই কিশোরীকে উদ্ধার করে জগদাবাদ গ্রামের ধৃত যুবকের বাড়ির এলাকা থেকে এবং ওই যুবককে গ্রেফতার মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত যুবক ও উদ্ধার হওয়া কিশোরীকে কালনা আদালতে পাঠায় পুলিশ।