টুডে নিউজ সার্ভিস, পূর্ব মেদিনীপুরঃ ময়নায় বিজেপি কর্মীকে অপহরণ করে খুনের অভিযোগ ঘিরে আবারও উত্তপ্ত বাকচা এলাকা। বিজেপি সূত্রে খবর, নিহতের নাম বিজয়কৃষ্ণ ভুঁইয়্যা। অভিযোগ, আরও এক বিজেপি কর্মী এখনও নিখোঁজ। এই ঘটনায় শাসকদলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। নিহতের নাম বিজয়কৃষ্ণ ভুঁইয়্যা। পাশাপাশি খোঁজ নেই সঞ্জয় তাঁতি নামে আরেক বিজেপি কর্মীর। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাত থেকেই উত্তপ্ত এলাকা।
অভিযোগ, সোমবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই প্রথমে মারধর করা হয় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া-কে। এরপর তাঁকে মোটরবাইকে চাপিয়ে জোর করে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। অপহরণের পর গভীর রাতে বাড়ি থেকে কিছুটা দূরে তাঁর দেহ উদ্ধার হয়। ইতিমধ্যে এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ময়না-তমলুক রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।
এদিন ময়নার বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। এই খুনের পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে দাবি করেছে তিনি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতাদের দাবি, পারিবারিক বিবাদের জেরে এই খুন হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বিজেপি নেতার নাম বিজয়কৃষ্ণ ভুঁইয়া। তিনি ময়না বিধানসভার বাকচা অঞ্চলের ২৩৪ নম্বর বুথের সভাপতি ছিলেন। অভিযোগ, সোমবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই প্রথমে তাঁকে মারধর করে দুষ্কৃতীরা। এরপর তাঁকে তুলে বাইকে চাপিয়ে নিয়ে যাওয়া হয়। ঐ দিন গভীর রাতে তাঁর দেহ উদ্ধার হয় বাড়ি থেকে কিছুটা দূরে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। যার ফলে তাঁর মৃত্যু হয়েছে।
Social