Breaking News

নির্বাচনকে সামনে রেখে জনগনের কাছে পৌঁছাতে গাড়ি বিক্রির সিদ্ধান্ত নিলো সিপিআইএম

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ভোট বড় বালাই! আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জনতার কথা শুনতে ও তাদের কাছে পৌঁছাতে অতীতের কমরেডদের মতো পথে নামতে হবে। তাই আর বিলাশবহুল গাড়ি নয়, গণপরিবহনে নির্ভর করতে হবে। এমনই ভাবনা-চিন্তাতে সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা কমিটির কাছে থাকা ৬টি গাড়ি বিক্রি করা হচ্ছে বলে সূত্রের খবর। আরও জানা গেছে, গাড়ি ছাড়া নেতারা চলছিল না। ফলে বর্তমান নেতাদের আবার অভ্যাস খারাপ হচ্ছিল। পাশাপাশি জনগণের থেকে অনেকটা দূরে সরে যাওয়ায় জনগণও দূরে সরে যাচ্ছে তাদের থেকে। এ বিষয়ে সিপিআইএমের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সৈয়দ হোসেন বলেন, বহু কারণে গাড়ি গুলি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনতেই গাড়ি পুরাতন হয়েছে, মেরামতির খরচও বেড়ে যাওয়ায় ব্যয় বহুল হয়ে পড়েছে। এত খরচ বহন করা পার্টির পক্ষে সম্ভব নয়, তাই জেলা কমিটির পক্ষ থেকে গাড়িগুলি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবিষয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা তথা জেলা পরিষদের সহ-সভাপতি দেবু টুডু বলেন, তৃনমূল কংগ্রেস রাজ্যের এতো বড় দল হয়েও কোনো সম্পত্তি নেই, কিন্তু  সিপিআইএমের একটি জেলা কমিটির কাছে রয়েছে ৬টি গাড়ি। ৩৪ বছর রাজত্ব চালানোর পাশাপাশি দেশের সবচেয়ে বড় চোর কোম্পানির নাম মার্কসবাদী কমিনিউস্ট পার্টি। এদের আবার গাড়ি বিক্রি করে রাজনৈতিক কর্মসূচি নিতে হচ্ছে, এটা জনগনকে বোকা বানানো ছাড়া আর কিছুই না। শুধু মাত্র সিপিআইএম জেলা কমিটির যা সম্পত্তি রয়েছে তা কয়েক পুরুষ চলে যাবে। 

পাশাপাশি বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক সুধীররঞ্জন সাউ বলেন,  সিপিআইএম বর্তমানে মানুষের কাছ থেকে ছিন্ন, সাইনবোর্ডে পরিনত হয়েছে। মাঠে ময়দানে লড়াইতে রয়েছে বিজেপি।  গাড়ি বিক্রির নাটক করে মানুষকে বোকা বানানো যাবে না।

About Burdwan Today

Check Also

কৃষিকাজে বিপ্লব আনছে মহিলা চাষীদের  দ্বারা ড্রোন ব্যবহারের মাধ্যমে

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ এইচডিএফসি পরিবর্তনের উদ্যোগে ও গ্র্যান্ট থর্নটন ভারতের সহায়তায় স্ত্রী প্রকল্পের অধীনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *