জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ পুরনো বিবাদকে কেন্দ্র করে মারপিট ও বাড়ি ভাঙচুরের অভিযোগের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতরা হরিস শেখ, ওরফে হারাই, আদল শেখ ও ফিরোজ মণ্ডল। তাঁরা সকলেই মন্তেশ্বরের মামুদপুর-১ গ্রাম পঞ্চায়েতের তৈয়বপুর গ্রামের বাসিন্দা।
থানা সূত্রে জানা গেছে, পুরনো এক বিবাদকে কেন্দ্র করে সোমবার রাতে তৈয়বপুর গ্রামে দুটি প্রতিবেশীর মধ্যে মারপিট ও বাড়ি ভাঙচুরের অভিযোগের ঘটনা ঘটে। ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয় এদের মধ্যে তিনজন বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উভয় পক্ষই মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এলাকায় রাখা হয়েছে পুলিশের কড়া নজরদারি। ধৃতদের বুধবার কালনা আদালতে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ।
Social