টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল লোকাল ট্রেন। শক্তিগড়ের কাছে লাইনচ্যুত ৩৭৭৮৪ ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকাল। যার প্রথমের দুটি কোচ লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনা জেরে সাময়িকভাবে বন্ধ ডাউন লাইনের হাওড়া শাখার ট্রেন চলাচল।
পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শক্তিগড়ের কাছে বুধবার রাত ৯টা ১৬মিনিটে ৩৭৭৮৪ ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকাল লাইনচ্যুত। খবর পাওয়া মাত্রই আমরা যাত্রীদের উদ্ধারে একটি রিলিফ ট্রেন পাঠাই এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই।
জানা গেছে, ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকালকে সাত নম্বর লাইন থেকে তিন নম্বর লাইনে তুলে মেন লাইন দিয়ে পাস করানো হচ্ছিল, সেই সময় একটি ডাউন মালগাড়িকেও পাঁচ নম্বর লাইন থেকে তিন নম্বরে তুলে কর্ড লাইন দিয়ে পাস করানোর চেষ্টা করা হচ্ছিল। আর এতেই বিপত্তি বাঁধে। যার ফলে লোকাল ট্রেনটির প্রথমের দুটি কোচ লাইনচ্যুত হয়। আরও জানা যায়, ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল। খবর পেয়ে ঘটনাস্থানের এসে উপস্থিত হয় রেল পুলিশ ও রেল আধিকারিক। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তাঁরা।
Social