দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ ১২ মে শুক্রবার আন্তর্জাতিক নার্স দিবস। ১৮২০ সালের ১২ মে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। তাঁর জন্মদিনেই প্রতি বছর আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালন করা হয়।২০২০ তে আমরা দেখেছি করোনার সময় নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা। নিজের পরিবারের কথা চিন্তা না করে করোনা কালে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে গেছেন, আজও করে চলেছেন। রাতের পর রাত জেগে করোনা আক্রান্ত রোগীদের সেবা করে গেছেন। নার্সদের সেবা ছাড়া কোনো রোগীর সুস্থ হয়ে ওঠা কঠিন। আজ সেই মানুষদের শ্রদ্ধা জানানোর দিন।
সেইমত এদিন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সকল নার্সদের সম্মান জানায় কেয়ার ইন্ডিয়া বিষ্ণুপুর ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। তাঁরা সকল নার্সদের হাতে ফুলের তোড়া এবং মিষ্টিমুখ করিয়ে তাদের সংবর্ধনা দেন।