গড়মিলের তদন্ত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে একশো দিনের কাজের ফাণ্ড, বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

Burdwan Today
2 Min Read

মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ “একশো দিনের কাজে দূর্নীতি হয়েছে। তদন্ত চলছে৷ তদন্ত শেষ না পর্যন্ত ফাণ্ড বন্ধ থাকবে” – বোলপুরে এসে এমনি বললেন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল। প্রসঙ্গত, একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে, বার বার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তার আগে বিজেপি সরকারের ৯ বছরে কি কি উন্নয়ন হয়েছে, এই সংক্রান্ত একটি কর্মশালায় বোলপুরে আসেন কেন্দ্রীয় পঞ্চায়েত কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল। 

এদিন তিনি সাংবাদিক বৈঠক করে মন্ত্রী বলেন, “পঞ্চায়েতের কোনো ফাণ্ড বন্ধ নয়৷ একশো দিনের কাজে এই রাজ্যে গড়মিল হয়েছে। সেটা নিয়েই তদন্ত চলছে৷ সব কিছুর একটা নিয়ম আছে৷ তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত একশো দিনের কাজের পুরনো ফাণ্ড বন্ধ থাকবে৷ নতুন কাজের যদি চাহিদা থাকে সেটা আবেদন করুক।” অর্থাৎ, একশো দিনের কাজের টাকা আপাততো যে কেন্দ্র সরকার রাজ্যকে দেবে না তারই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী৷ তবে এই রাজ্যে মোদি সরকারের ৯ বছরের উন্নয়নের নিরিখেই ভোট চাইবে বিজেপি, জানান মন্ত্রী৷ 

উল্লেখ্য, একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে বলে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতা-মন্ত্রীরা। এছাড়া, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর কুনাল ঘোষ রেলের দুই অফিসারের অডিও ক্লিপ ফাঁস করেন৷ তা নিয়েই প্রশ্ন তুলে রেল দুর্ঘটনার পিছনে তৃণমূলের যোগ আছে বলে বিস্ফোরক অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “অডিও ক্লপি যখন পেয়েছেন, তখন কিছু তো আছে৷ শুভেন্দু অধিকারী কোন তথ্য ছাড়া নিশ্চই দাবি করবেন না।”

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *