জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মনোনয়নপত্র জমা নিয়ে ভোট কর্মীদের নিয়ে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লকের বিডিও গোবিন্দ দাস, যুগ্ম বিডিও সোমনাথ সাউ, মন্তেশ্বর ব্লক নির্বাচন আধিকারিক দীপঙ্কর ভট্টাচার্য সহ মনোনয়নপত্র জমা নেওয়ার কাজে যুক্ত ব্লক পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত স্তরের আধিকারিকরা।
যুগ্ম বিডিও সোমনাথ সাউ বলেন, বৃহস্পতিবারই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্টও ঘোষণা করা হয়েছে এবার থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ এই মনোনয়ন পত্র গুলি কিভাবে জমা নেওয়া হবে, যারা মনোনয়নপত্র জমা করতে আসবেন তাদের কি কি জিনিস জানতে চাওয়া হবে প্রভৃতি বিষয়গুলি নিয়ে এদিনের বৈঠকে আলোচনা করা হয়েছে।
Social