জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ রাজ্যের পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করার পর গত ৯ জুন মনোনয়ন পত্র দাখিল শুরু হয়। অবশেষে প্রার্থী তালিকা প্রকাশ। বুধবার মনোনয়ন পত্র দাখিলের পঞ্চম দিনে শাসক দল তৃণমূল কংগ্রেস টালবাহানা কাটিয়ে অবশেষে মন্তেশ্বর ব্লকে ১৩টি পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা মনোনয়ন পত্র দাখিল করছে।
মন্তেশ্বর ব্লক মামুদপুর দু’নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাজনা বাজিয়ে ও পিপলন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিছিল করে মনোয়নপত্র দাখিল করতে আসে মন্তেশ্বর ব্লকের ব্লক অফিসে। একই সঙ্গে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে মনোনয়ন পত্র জমা দিলেন সিপিআইএম ও বিজেপির প্রার্থীরা।
বুধবার মন্তেশ্বর ব্লকে এসে জাতীয় কংগ্রেস, সিপিআইএম ও বিজেপির প্রার্থীরা ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের ভূমিকাকে প্রশংসা করে মনোনয়ন পত্র জমা দেয়। এদিন মনোনয়ন পত্র দাখিল করার জন্য কোনো রকম সমস্যা নেই বলে দাবি করেন।
অন্যদিকে মনোনয়ন পত্র জমা দিতে এসে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ব্লক চত্বর জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের জন্য বিরোধী রাজনৈতিক দলের মনোয়ন পত্র দাখিল করতে আসা প্রতিনিধিরা সুষ্ঠু ও শান্তি ভাবে মনোনয়নপত্র দাখিল করতে পারে তার জন্য মন্তেশ্বরের ওসি কুনাল বিশ্বাস, বিডিও গোবিন্দ দাস সবরকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান।
Social