জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ আগামী ৮ জুলাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সমস্ত রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে নেমে পড়েছে ভোট প্রচারে। তেমনি মন্তেশ্বর ব্লকে সোমবার বিজেপির দলীয় প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে মন্তেশ্বর ব্লকে মালডাঙ্গা বাজারে নির্বাচনী জনসভা করেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল সিনহা। এই জনসভায় ১৬ নম্বর জেলা পরিষদের আসনে বিজেপি প্রার্থী সাক্ষী গোপাল ঘোষ সহ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে রাহুল সিনহা জানান, একশো দিনের কাজ, আবাস যোজনা, মিড ডে মিল, রেশনের সামগ্রী সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলিতে রাজ্যের তৃণমূল সরকারের নেতা-মন্ত্রীরা দুর্নীতি করছে বলে অভিযোগ তোলেন তিনি।
পাশাপাশি কেন্দ্রের বিভিন্ন প্রকল্পগুলিও রাজ্য সরকার জনগণকে ভুল বুঝিয়ে নিজেদের বলে চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন।
এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল সিনহা ছাড়াও মন্তেশ্বর বিধানসভার বিজেপির এক নম্বর মণ্ডল কমিটির সভাপতি ঝুলন হাজরা সহ বিজেপির জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা।
Social