বিজেপির বুথ সভাপতিকে মারধর সহ ঘর ছাড়া করার হুঁশিয়ারি

Burdwan Today
2 Min Read

 

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ বিজেপি করার অপরাধে বাঁকুড়া জেলার তালডাংরা থানার আমডাংরা গ্রাম পঞ্চায়েতের বেনাচাপড়া বুথে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ সহ প্রাণে মেরে ফেলার অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। পরে গ্রামবাসীরা তৃণমূল কর্মীর কাছে বিজেপির বুথ সভাপতিকে মারধরের কারন জানতে আগামী ১১ তারিখের পর ঘরছাড়া করার হুমকি দেয় গ্রামবাসীদের উদ্দেশ্যে। 

বিজেপির পক্ষ থেকে ঐ তৃণমূল কর্মীর বিরুদ্ধে তালডাংরা থানায় লিখিত অভিযোগ করে বেনাচাপড়া বুথের  বিজেপি সভাপতি মনোজ মাকুড়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরুর হয়ে রাজনৈতিক তরজা।

আক্রান্ত বিজেপির বুথ সভাপতি জানায়, সোমবার সন্ধ্যার সময় বুথের প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করার পর রাতে ক্লাবে থাকা গ্রামের ছেলেদের সাথে দেখা করতে যায় বেনাচাপড়া বুথের বিজেপির বুথ সভাপতি মনোজ মাকুড়। তখন ক্লাবের মধ্যে উপস্থিত থাকা জগদীশ পাল নামে এক তৃণমূল কর্মী তার উপর আক্রমণ চালায়। গলা চেপে ধরে এবং বুকে বারে বারে ঘুষি দেয় এবং গলা টিপে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়। উপস্থিত গ্রামের ছেলেরা তখন বিজেপির বুথ সভাপতিকে রক্ষা করে এবং রাত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আমডাংরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরে তালডাংরা থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত বিজেপির বুথ সভাপতি মনোজ মাকুড়।

অন্যদিকে ঘটনার পর অভিযুক্ত তৃণমূল কর্মীর কাছে মারধোর করা হল কেনো জানতে যায় গ্রামবাসীরা। তখন গ্রামবাসীদের ভোটের গণনার দিন অর্থাৎ ১১ তারিখের পর বেনাচাপড়া গ্রাম থেকে গ্রামবাসীদের তাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন অভিযুক্ত তৃণমূল নেতা জগদীশ পাল।

তৃণমূল নেতা জগদীশ পালের প্রতিক্রীয়া না পাওয়া গেলেও বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেন আমডাংরা অঞ্চল তৃণমূল সভাপতি প্রদীপ প্রতিহার। তিনি বলেন জগদীশ পালের বাবা ঐ বুথের বিজেপি প্রার্থীর প্রস্তাবক। আর জগদীশ পাল তৃণমূল করে বলে ওর নামে উল্টা পাল্টা রটানো হচ্ছে। তিনি আরও বলেন যেটা শুনলাম ক্লাবের টিভি দেখা নিয়ে সমস্যায় তাঁর মারপিট হয়। বর্তমানে ঘটনাতে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে বিজেপি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *