টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমানের জামালপুরের মসাগ্রামে আবারও রেলগেট ভেঙে বিপত্তি, মঙ্গলবার তারকেশ্বরের দিক থেকে আসা একটি ছোট হাতি গাড়ি ধাক্কা মারে বন্ধ রেলগেটে, আর তার জেরে ভেঙে যায় রেলগেট। এই ঘটনায় প্রায় ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকতে হল যাত্রীদের। এর ফলে মেমারি তারকেশ্বর রোড কার্যতঃ অবরুদ্ধ হয়ে পড়ে।
পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনও দাঁড়িয়ে পড়ে মসাগ্রাম স্টেশনে ও পার্শ্ববর্তী ট্রেনলাইনে। দীর্ঘক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকার জন্য কার্যত অসস্তিতে যাত্রিরা। জানা যায় ৩:৪০ নাগাদ মসাগ্রামে ট্রেনগুলো এসে দাঁড়িয়ে পড়ে।
Social